নুরুল আজিম ইমতিয়াজ :
তরুণ লেখক আবদুল্লাহ শাহজাহান এর প্রথম কাব্যগ্রন্থ ‘নতুন সূর্যোদয়’ বইটি দেশের অন্যতম ‘আলোর ঠিকানা প্রকাশনী’ থেকে প্রকাশ হয়েছে।
আব্দুল্লাহ শাহজাহান জন্মেছেন চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। লেখালেখির হাতেখড়ি উচ্চ মাধ্যমিকের শুরু থেকে। সেই থেকে লিখছেন নিয়মিত। লিখেছেন: সমসাময়িক বিষয়সহ নানাবিধ বিষয়ে ছড়া-কবিতা ও শুদ্ধদ্বারার গান। ইতোমধ্যে বিভিন্ন শিশুকিশোর মাসিক, ত্রৈমাসিক ও দ্বিমাসিক সহ বেশকিছু ম্যাগাজিন ও পত্রিকায়।
আগত বইয়ের ব্যাপারে জানতে চাইলে তরুণ এই লেখক বলেন, ‘নতুন সূর্যোদয় ‘আমার প্রথম কাব্যগ্রন্থ। আর এটিই আমার প্রথম বই। প্রথম বই শুনলেই অনেকে ভ্রু-কুঁচকে এড়িয়ে যান। এটা আসলে ঠিক না। নবীন থেকে ক্রমান্বয়ে প্রবীণ হয়। আর এটাই স্বাভাবিক। প্রবীণদের উচিত- নবীনদের উৎসাহ উদ্দীপনা, পরামর্শ দৃষ্টিভঙ্গি দেয়া।
প্রথম বইয়ে যথেষ্ট ভুলত্রুটি থাকে বিষয়টি যেমন শতভাগ মেনে নেয়া যায় না তেমনি একবারে ফেলে দেয়াও যায় না। কারণ মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। করোনাকালীন সময়টার প্রায় পুরোটাই কেটেছে বইয়ের কাজে। সময় নিয়েছি অনেক। গুণিজনদের মধ্যে অনেকের হাতের ছোঁয়া পেয়েছে এই বই। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। কতটা পেরেছি বাকীটা পাঠকের মন্তব্যে জানবো।
বইটিতে মোট ৬১টি ছন্দবদ্ধ ভাষায় সাজানো হয়েছে, যা একজন পাঠকের নতুন সূর্যোদয় হবে।