হায়াতের আরেকটি শেষ – আব্দুল্লাহ তাজরিয়ান
হায়াতের আরেকটি শেষ
নদীর জোয়ারভাটা হয়।
তবুও নদীর মনে ব্যাকুলতা শূন্য
প্রবাহিতের চির অকুণ্ঠ মোলাকাত।
ক্লান্তি ফাঁকা। অবসাদের চাহনিমুক্ত!
জোয়ারের কালাতিক্রমে যেভাবে প্রাণোচ্ছাস
ভাটার ফুরসতে তার দুঃখ দেখিনা!
তবে তার দুঃখ এক জায়গায়
নদী সাগর হলে খুশি, সাগর নদী হতে খুশি নয়।
তবুও নদীর অস্তিত্ব বিলীন হয়।
গোড়ার কথা উজবুক মুসাফিরি জীবনে।
মানুষ শৈশব হয়ে কৈশোর বেয়ে বৃদ্ধ-বৃদ্ধা হয়
শক্তি-সামর্থ্য সব অটুট থাকেনা
গতকাল যে পুরো বিশ্ব কাঁপালো
আজ তাকে ভয়ে থরথর নিথর, নিস্তব্ধ হতে দেখি।
জীবন আয়ুও বিলীন হয়।
নদী সাগর হতে দুঃখ পায়, হেতু অস্তিত্ব বিলীন।
জোয়ারভাটা শক্তি-দূর্বলতা সব মিলেও মানুষ
বিলীনে ভয় পায়না! প্রতিটি শেষকে সে সোল্লাসে
আহলান সাহলান জানায়! কেন এমন যজ্ঞ তার?
আহা, হায়াতের আরেকটি শেষ!