নাম দিবো কী
জালাল উদ্দীন ইমন
মনটা যেন সবুজ পাতা ইলিক ঝিলিক ঢং করে
নরম রোদের হলুদ ডানায় ইচিংবিচিং রং করে।
মনটা যেন উড়কু পাখি নতুন নতুন দিন খোঁজে
দিনের আগে সে ছুটে যায় পুলক বাজার বীণ খোঁজে।
মনটা যেন স্বৈরাচারী নিরস হাওয়ায় ঝড় তোলে
আবার কখন চড়ুইর মতো শুকনো ধানের খড় তোলে।
মনটা যেন ছোট্টসোনা মায়ের কোলে চাঁদ দেখে
আবার কখন বিদ্রোহীরূপ ঘুঘুর পাতা ফাঁদ দেখে।
মনটা যেন উদাস দুপুর ঘুড়ির মতো যায় ছিঁড়ে
আবার কখন ক্ষুধার্ত খুব মায়ের বুকে যায় ভিড়ে।
মনটা যেন শোকের শ্রাবণ, বৃষ্টি নামে চোখ দিয়ে
ঝিঁঝিঁর সাথে লুকোচুরি তিমির রাতে যোগ দিয়ে।