শপথ করি~মোঃ মিনহাজ উদ্দিন
-
প্রকাশের সময়
শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
-
৪৮
পড়েছেন
শপথ করি
লেখক: মিনহাজ উদ্দিন
বিশের যত বিষ মাখা তীর
ফুটছে সবার বুকে,
ব্যথার চিহ্ন মুছে গিয়ে
একুশ কাটুক সুখে।
নতুন বছর সবার মুখে
থাকুক সুখের হাসি,
ভালো থাকুক ধনী, গরীব
মনিব এবং দাসি।
মহামারির কালো ছায়া
মুছে জ্বলুক আলো,
দূর হয়ে যাক মনের কোণের
আছে যত কালো।
এসো সবাই নতুন বছর
নতুন শপথ করি,
ভুল মুছে ফের ফুলে ফুলে
এই পৃথিবী গড়ি।
সামাজিক যোগাযোগে শেয়ার করুনঃ
এই বিভাগের আরো নিউজঃ