ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রাকিবুল আরাফাত রোজকে সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিফ রিয়াদকে সাধারণ সম্পাদক করে স্বপ্ননীড়’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) এক জরুরি সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি নির্বাচন করা হয়।
২০ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারদিন এহসান মাহিম, সাংগঠনিক সম্পাদক অরিন্দম সাহা অমিত, কোষাধ্যক্ষ, প্রাচুর্য কান্তি বর্মণ প্রাজ্ঞ, দপ্তর সম্পাদক সামিহুল ইসলাম খান লিমন, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক উম্মে তাসনিমা তুহফা, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রনি, ক্রীড়া সম্পাদক তানবীর আহমেদ, ছাত্রকল্যান সম্পাদক শাদিদ সুহায়িল সিয়াম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শোভন সিল, স্কুল বিষয়ক সম্পাদক শিখড় সরকার, কলেজ বিষয়ক সম্পাদক মাহতাবুর রাহমান স্মরণ, নারী বিষয়ক সম্পাদক দিল আফরোজ ফেরদৌসী মেধা, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দা শাহনাজ পারভীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিজ রাজিব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাপড়ি আক্তার লাবনী।
এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএমএস জামিল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. শফিকুল ইসলাম শফিক।
রংপুরের পীরগাছা উপজেলার একঝাঁক তরুণের হাত ধরে ২০১৪ সালে যাত্রা শুরু করে ‘স্বপ্ননীড়’ নামক সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা, সমাজে অসহায় মেধাবী শিক্ষার্থীদের অধ্যয়নে আর্থিক ও মানসিকভাবে সহায়তা প্রদান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ একটি সুশীল সমাজ গঠন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।#