বিডিগার্ডিয়ান২৪.কম ডেস্কঃ
জীবনবোধের গভীরতা আর সরলতার পরিমাপ কিছু কালজয়ী কবিতা বাস্তব দৃশ্যকল্পের বাস্তবায়ন পাঠকের চোখে ফুটিয়ে তোলে। সকল স্তরের ভালোবাসা-যন্তণার কষাঘাতের প্রতিফলন, দুঃখ-বেদনা, উন্মাদনা-উন্মত্ততা পাঠক খুঁজে পাই কবির অনবদ্য সৃষ্টিতে।
মায়াবতী কাব্যগ্রন্থে সাধারণত বহুবিধ অর্থ প্রকাশ সহ বলিষ্ঠ শব্দ চয়নের পাশাপাশি ভিন্নমাত্রার বিরহব্যাথা তুলে ধরা হয়েছে আর বিভাজন করা হয়েছে বিভিন্ন ধারায়।
মায়াবতী কাব্যগন্থের রচিয়তা কবি লামিয়া ফেরদৌসী চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী স্বনামধন্যে আলোকিত চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। বহুবিধ মেধার অধিকারী এই ছাত্রী বর্তমানে পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
লিখালিখি করার পাশাপাশি মানব সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছেন, কাজ করছেন পথশিশুদের নিয়ে দক্ষিণ এশিয়া ভিত্তিক শিশু সংগঠন স্যভক-এ। সংগঠনের স্টিয়ারিং কমিটির কালচারাল কো-অর্ডিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
মায়াবতী কবিতা গ্রন্থটি পাঠককে নিয়ে যাবে কবিতার বৈচিত্রতা ও সৌন্দর্যবোধের সৃষ্টিতে। মায়াবতী কবিতা গ্রন্থটি পাঠকের মনের সৌন্দর্য প্রকাশ করবে আর আনবে অনুভূতির এক নতুন ধারা।