ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ভর্তি হতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.iubat.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু রয়েছে।
এছাড়া মাস্টার্স পর্যায়ে চালু আছে এমবিএ প্রোগ্রাম।
ফল-২০২০ সেমিস্টারে শিক্ষার্থীদের টিউশন ফি শতকরা ১৫ শতাংশ মওকুফ করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমানের ফল অনুযায়ী শতভাগ পর্যন্ত মেধা বৃত্তি, ছাত্রীদের জন্য ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ বিনা খরচে শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহনের জন্য নিজস্ব বাস সেবা রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া শিক্ষার্থীরা পাবেন স্বাস্থ্য বীমার সুবিধা।
বিশ্বের ১০৫টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি রয়েছে আইইউবিএটির।