বিডি গার্ডিয়ান২৪ ডটকমঃ সংগঠনঃ
বৃহস্পতিবার, ১৮ই জুন ২০২০ ইং, লিও ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্টের ২০২০-২০২১ সেবাবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন লিও মোঃ আফসার এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন লিও মোহাম্মদ হাসবি।
ক্লাব এডভাইজর লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ এবং লায়ন ক্লাবের সভাপতি লায়ন অধ্যাপিকা ববি বড়ুয়ার ভার্চুয়াল উপস্থিতিতে ক্লাব ডিরেক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম উক্ত কমিটি আংশিক ঘোষণা করেন।
নতুন সভাপতি লিও মোঃ আফসার বলেনঃ “বর্তমান করোনা পরিস্থিতিতে মানবতা যেখানে ভূলন্ঠিত, সেখানে লায়ন জেলা গভর্ণর ডাক্তার সুকান্ত ভট্টাচার্য ” সবার আগে মানবতা” শিরোনামে যে ডাক দিয়েছেন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের ক্যাবিনেট সদস্যবৃন্দ সদা সচেষ্ট থাকবে।”
উল্লেখ্য ২০২০-২০২১ সেবাবর্ষের জন্য ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে লিও মোঃ আফসার, পূর্বের সভাপতি হিসেবে লিও মোঃ দিনার উদ্দিন সহ-সভাপতি পদে লিও মোঃ মমিনুল হক বিজয়, লিও মোঃ অহিদুল আলম, লিও মোহাম্মদ মিজান, সেক্রেটারি হিসেবে লিও মোহাম্মদ হাসবি এবং ট্রেজারার হিসেবে লিও মোহাম্মদ তানভীর রহমান মনোনয়ন লাভ করেন।