মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
কষ্টের নীল চাদর
মামুন বাবুল
জন্মেছি গরিব ঘরে তবে কেউ বাসেনা ভালো
মায়ের আশা শিক্ষিত হয়ে জ্বালাবো যে আলো।
স্বপ্ন স্বপ্নই থাকে শুধু কতো যে
অভাবের সংসার অন্ন জোটেনি নিয়মিত ছিলো সংসার
যে অসার! কর্মের খোঁজে দ্বারে-দ্বারে শুধু যে ঘুরে বেড়াই
অকর্মারে কে কর্ম দিবে তাই দিয়েছে যে তাড়াই।
পণ করি মনে মনে যতোই কষ্ট করি শিক্ষিত হবো
দৈন্য-দশা পিছনে ফেলে নতুন জীবন গড়বো।
ঝড়ঝাপটা বিপদ-আপদ কিছুই করিনি ভয়
জীবন যুদ্ধে লড়তে হবে তবে জীবনের জয়!
দুর্বল তাই ভীতু নয় ভয়হীন অবিরাম
পথ চলি সত্য-মিথ্যার লড়াই করে সত্যের কথাই বলি।
দুর্বলেরা কতো মার খাবে প্রশ্ন
বিবেকের কাছে অত্যাচারে জীবন জর্জরিত সবই হলো যে মিছে।
কনকনে শীত মৌসুম দেয়নি কেউ কম্বল-চাদর
গরিব বলে তাড়িয়ে দিয়েছে করেনি কেউ আদর!
মা-জননী কষ্টে করিতো টাকা-পয়সা
রোজগার ক্ষুধার জ্বালা মিটাইত মা চালাতো জগৎ সংসার!
জীবনের চলার পথে কতো যে বাঁধা আসে
হঠাৎ মা-জননীর কষ্টের জীবন ভেলা
ভাসে! অসুস্থ জননীর চিকিৎসা চলে না অর্থের অভাব
অভাব তাড়া করে যতো তবুও হারায়নি স্বভাব।
খোদার রহমত মায়ের একটু উপশম ঘটলো
ক্ষুধার তাড়ায় অন্নের খোঁজে দ্বারেদ্বারে ছুটলো।
কয়েক বছর জীবন সংসার চললো যূদ্ধ করে
জীবন গাড়ি থেমে গেল মা গেলেন পরপারে!
চাষাবাদের জমি নেই, নাই যে ভিটে বাড়ি
দানব আর ভূমিদস্যু সবই যে নিয়েছে কাড়ি।
অত্যাচারে জর্জরিত যে দেখার কেউ নেই তাই
ধরায় দানব-দস্যু দমনে আল্লাহ্ ছাড়া কেউ নাই!
হতাশ হয়নি কষ্ট করে চলে জগৎ জীবন সংসার
অন্ধকারে পথ চলি গায়ে জড়িয়ে কষ্টের নীল চাদর!