ড. মোঃ আমিনুল ইসলাম
তুমি ত্যাগী, মমতাময়ী
বহুগুণে ভরা,
তোমার জন্যই এত সুন্দর
লাগে এই ধরা।
হাস্যবদনে নিত্যকর্ম
সমপন্ন করো তুমি,
সতান্তরেও দেখিনি কভু
দরেগ ভাবখানি।
সাজানো-গোছানো, রান্নাবান্না
আরো কতো কাজ,
চুন থেকে পান খসলেই যেন
আমি মহারাজ।
অল্পতেই শান্ত তুমি
কম পেয়েও তৃপ্ত,
তোমার জন্যই হতে পেরেছি
জ্ঞান তপস্যায় লিপ্ত।
জীবনের যতো সুখ
তুমি করেছো বিসর্জন,
সত্যিই তুমি মহান নারী
তুমিই সেরা অর্জন।
অনেকভাবে ঠকিয়েছি তবুও
ডাকোনি কোন দরবার,
বেহেস্তেও হবে মহীয়সী
সব হুরদের সরদার।
প্রণিহিত চিত্তে করি কামনা
তোমার লাগিয়া,
মোর অপরাধে শনৈশ্চরেরা যেন
না নেয় ভাগিয়া।
মন্তব্য দিনঃ